রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পা পিছলে পড়ে নুরুজ্জামান সরকার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের আছর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে মসজিদের নির্মাণ কাজে যোগ দেন নুরুজ্জামান সরকার। এ সময় মসজিদের তৃতীয় তলার নির্মাণ কাজ করতে ছাদে উঠেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে সহযোগী শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।
Facebook Comments