শিরোনাম

মহামারি করোনা কালে বিদেশী সংস্থার অনুদান পাইয়ে দেয়ার নামে প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ

সংবাদটি প্রকাশিত হয়েছে : সোমবার, জানুয়ারি ১৭, ২০২২ ১০:৪৮:২৪ অপরাহ্ণ
মহামারি করোনা কালে বিদেশী সংস্থার অনুদান পাইয়ে দেয়ার নামে প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ
আব্দুল হালিম সরদার হাসান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতির সুশান্ত কুমার এর বিরুদ্ধে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ আত্মসাৎ স্বেচ্ছাচারিতার সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে

অভিযোগে জানা যায়, বিদেশী সংস্থার অনুদান ২৫০০০/টাকা পাইয়ে দেয়ার নাম করে সভাপতি সুশান্ত কুমার অসহায় -অসচ্ছল প্রতিবন্ধীদের কাছ থেকে ফরম পুরন দেওয়ার শর্তে ১০০ জনের কাছেথেকে ২৫০ টাকা করে মোট ২৫০০০/ টাকা হাতিয়ে নেন।

বিদেশী সংস্থার অনুদান ও বরাদ্দের ব্যবস্থা করার নাম করে তিন অসহায় গরীব ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেন সভাপতি
এ ব্যাপারে সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুল হালিম সরদার হাসান বলেন,জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি সুশান্ত কুমারের দুর্নীতির বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে (সুশান্ত কুমারকে সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য পথ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ) তার পরও ঘটনাটি আমিজাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার নীতি নির্ধারণী সাধারণ পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।আশা করছি তারা বিষয়টি আমলে নিয়ে অতি তাড়াতাড়ি অবহেলিত সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের টাকাগুলো ব্যবস্থা গ্রহণ করবেন।

তা ছাড়া প্রতিবন্ধী সংগঠনের নেতা ও ভুক্তভোগী প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ তাদের লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযুক্ত সভাপতি সুশান্ত কুমার এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বার বার ফোন করা সত্ত্বেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

Seen by Mozibar Rahman at 16:33

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us