গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোয়েল পরিবহণের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পলাশবাড়ীর ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারির শর্টসার্কিটে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে নাশকতা মনে করে যাত্রীরা তাড়াহুড়া করে নামতে গিয়ে ৭ যাত্রী আহত হন।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।