গাজীপুর মহানগরীতে মাইক্রোবাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক ডিভাইডারে ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি থানার এসআই মো. আবুল কাশেম জানান, শুক্রবার একটি হাইয়েস মাইক্রোবাসে করে চালকসহ কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, তাদের দুজনের লাশ ওই দুই হাসপাতালে আছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
Like this:
Like Loading...