মাদারীপুরের কালকিনিতে বিষাক্ত সাপের ছোবলে লামিয়া বেগম (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত লামিয়া পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. বেল্লালের স্ত্রী।
এলাকা ও পরিবার সূত্রে জানা গেছে, লামিয়া বেগমের স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি তার পুত্রসন্তান নিয়ে বাবার বাড়ি পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামে থাকতেন। বুধবার রাতে লামিয়া বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, লামিয়া রাত ১০টার দিকে ঘরের দরজা খুলে বাহিরে বের হলে তাকে সাপে কামড় দেয়। এতে তার মৃত্যু হয়।
কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়।