কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের জায়গায় মাদ্রাসা নির্মাণ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে ভৈরবের উত্তরপাড়া এলাকায় স্থানীয় শেফাত উল্লাহ ও অহিদ মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়ায় রেলওয়ের জমিতে শেফাত উল্লাহর লোকজন একটি মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করেন। এ সময় কাজে বাধা দেয় এলাকার অহিদ মিয়ার পরিবার। এ নিয়ে উভয়পক্ষের লোকজন দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।