ইয়াছিন তন্ময় :মাধবপুর প্রতিনিধি
মাধবপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানা ,ও চালের দোকানে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যাবহার করা এবং মাস্কের ব্যবহার নিশ্চিত এর লক্ষ্যে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে উপজেলার জগদীশপুর বাজারে বুধবার ৯ ডিসেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়|এসময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যাবহার করায় ,দুই চাল ব্যাবসায়ীর কাছ থেকে ২৫০০০টাকা এবং স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করা, ইত্যাদি কারণে ব্যক্তি কাছ থেকে ১২০০ টাকা সহ মোট ২৬২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মাধবপুর থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন আহম্মেদ জানান স্বাস্থ্যবিধি মানা,মাস্কের ব্যবহার ও যাহারা চালে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যাবহার করবে ঐ সকল ব্যাবসায়ীর বিরুদ্ধে মাধবপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments