দিনদুপুরে গৃহবধূকে জবাই করে হত্যা
মাধবপুর প্রতিনিধি : নোয়াপাড়া থেকে খড়কী রাস্তায় সন্ধ্যার পড়ে ডাকাতের উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ। ডাকাতের ভয়ে এলাকার মানুষ সন্ধ্যার আগেই বাড়ী ফিরছে| যার ফলে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
গত কয়েক সপ্তাহ যাবত উপজেলার নোয়াপাড়া থেকে খড়কী রাস্তায় বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে ডাকাতি হচ্ছে|খড়কী গ্রামের সাবেক মেম্বার মারুফ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন গত কয়েক সপ্তাহ যাবত সন্ধ্যার থেকে খড়কী রাস্তায় ডাকাতি বেড়ে গেছে|এলাকার কয়েক জন ব্যাবসায়ীর কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে|এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে|তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি |সিএনজি চালক মাসুম মিয়া বলেন,সন্ধ্যার পড়ে খড়কী রাস্তায় পুলিশের টহল না থাকায় এই ডাকাতি হচ্ছে,যাত্রী রা ভয়ে সিএনজি তে উঠতে চায় না|এদিকে এলাকার
সাধারন মানুষ অবিলম্বে তালিকাভুক্ত ডাকাতদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। এবিষয়ে মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন খড়কী রাস্তায় ডাকাতি হয়েছে এমন কোন অভিযোগ এখন পর্যন্ত কেউ করে নাই,আর এখনো ওই রাস্তায় এমন কোন ডাকাতির ঘটনা ঘটে নাই |মাধবপুর থানা পুলিশ রাত ৮ টা থেকে খড়কী সহ আশেপাশের রাস্তায় থাকে|
Facebook Comments