মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ট্রাক হেলপার নিহত |
ইয়াছিন তন্ময়:হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাসেল মিয়া (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
২৭ ডিসেম্বর দিবাগত রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় কুমিল্লা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া বাগেরহাট উপজেলার দিমাখালী এলাকার মহসিন মোল্লার ছেলে।
ট্রাক ড্রাইভার পিয়াস জানায়, আমরা খাবার খাওয়ার জন্য কুমিল্লা হোটেল গাড়ি থামাই। খাবার খেয়ে আমি বিল পরিশোধ করি আর আমার হেলপার বের হয়ে যায়। বিল পরিশোধ করতেই দেখি লোক জনের জটলা। কাছে এসে দেখি আমার ট্রাকের হেলপার নিহত অবস্থায় রাস্তার মধ্যে পরে রয়েছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসি।
দূর্ঘটনার খবর পেয়ে শায়েস্তগঞ্জ হাইওয়ের থানার এস আই মনির হোসেন, নিহত রাসেল এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Facebook Comments