হবিগঞ্জের মাধবপুরে এক কৃষকের তিনশত লাউগাছ অংকুরেই বিনষ্ট করে দিয়েছে কে বা কারা। রাতের আধাঁরে এ কেমন শক্রতা!তবে স্হানীদের মাঝে এপ্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খরকী গ্রামের অদুরে এ ঘটনা ঘটে।জানাযায় খরকী গ্রামের কৃষক ছফিউল্লা ,একই গ্রামের আব্দুল হাইয়ের কাছ থেকে,একটি চাঁর একর পুকুর লিজ নিয়ে,পুকুরের পাড়ে তিন শত লাউ গাছের ছাড়া রোপন করেছিল, চাড়া গাছ গুলো পরিচর্যার পর বড় ও হয় ঠিক টাক মত।কিছু গাছে ফল ও আসছে। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা সব গাছ কেটে,ভেঙে নষ্ট করে ফেলেছে।শনিবার সকালে ছফিউল্লা এদৃশ্য দেখে হতবম্বিত। কে বা কারা এ ক্ষতি করলো, কেন বা করলো, এপ্রশ্ন তার|এবিষয়ে ছফিউল্লার সাথে কথা হলে তিনি আবেগ গন কন্ঠে বলেন এ ঘটনার সাথে জড়িত রা হিংস্র জানোয়ারের মত |আমি গুরু বিক্রি করে,এনজিও থেকে লোন নিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরছ করে,আমার নিজের সন্তানের মত গুলি কে গাছ পরিচর্যা করেছিলাম,বিভন্ন জায়গায় ঘুরে আমি ভাল জাতের ছারা সংগ্রহ করি।আমার শেষ সম্বল টুকু গুলি ও নস্ট করে দিল,এখন আমার কান্না করা ছাড়া কোন উপায় নাই|পড়ে খবর পেয়ে গ্রাম্য মাতবর সহ এলাকার ভিবিন্ন শ্রেনির মানুষ রা ঘটনা স্হলে গিয়ে দুঃখ প্রকাশ করেন।
Facebook Comments