মাধবপুরে নির্বাচনী পোস্টার পরিষ্কার করলেন বিএনপির মেয়র হাবিবুর রহমান মানিক।
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃহাবিবুর রহমান মানিক নিজ হাতে মাধবপুর পৌর এলাকার সকল নির্বাচনী পোস্টার পরিস্কার করেন।
২৫ জানুয়ারি (সোমবার) সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে নির্বাচন উপলক্ষে লাগানো সকল নির্বাচনী পোস্টার খুলে ফেলেন এবং সকলকে পরিবেশের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আহব্বান জানান তিনি।এসময় নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস্টিক পোস্টার যেমন পরিবেশ নষ্ট করে তেমনি পরিবেশের ভারসাম্য নস্ট করে তাই সকল প্লাস্টিক পোস্টার খুলে সে গুলোকে নিস্ক্রিয় করতে পৌরবাসী কে পরামর্শ দেন।তিনি বলেন মাধবপুর পৌরসভাকে একটি উন্নত আধুনিক পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলবো এবং জনগনের সকল নাগরিক অধিকার নিশ্চিত করবো।
Facebook Comments