মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতাল কে
ইয়াছিন তন্ময় :মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিতাস হাসপাতাল ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার কে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্ব মাধবপুর থানার পুলিশ একটি বিশেষ দল সোমবার ( ৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর পৌর শহরের ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত তিতাস হাসপাতালে অভিযান চালায়।
ঘণ্টাব্যাপী চালান অভিযানে, এক্স-রে রুমের দরজার লেড শীট ব্যবহার না করা,যথাযথ কাগজ পত্র আপডেট না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, সেলাইয়ের একজনের ব্যবহৃত সুতা আরেকজনের সেলাইয়ের কাজে ব্যবহার করা ইত্যাদির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্তকে কে ৫০০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় , এছাড়া ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এ ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০০০০ টাকা অর্থদণ্ডে প্রদান করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ জানান ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments