২০২৪ সাল নাগাদ চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনার পথে আরেক ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
ফ্লোরিডায় স্থানীয় সময় মঙ্গলবার ক্রু বহনে সক্ষম একটি ক্যাপসুলের সফল উৎক্ষেপণের কথা জানিয়েছে সংস্থাটি। নভোচারীদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা মোকাবেলায় এই পরীক্ষা চালানো হয়।
মহাকাশযান ‘ওরিয়ন’-এর নির্মাণকারী প্রতিষ্ঠান লকহেড মার্টিন কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ব্ল্যাক ওয়াটার্স বলেন, পরীক্ষার ফলাফল আমার কাছে অভিযান সফল হওয়ার মতোই। নভোচারীদের নিরাপত্তা নিশ্চিতে এটা খুব বড় পরীক্ষা।
ওরিয়ন ও নাসার মহাকাশযান উৎক্ষেপণ পদ্ধতির সমন্বয়ে এই প্রকল্পের প্রথম মহাকাশযান চাঁদের উদ্দেশে পাঠানো হবে ২০২০ সালে।
প্রায় এক হাজার কেজি ওজনের ‘ওরিয়ন’ যানটি প্রধানত নভোচারীদের নিরাপত্তার জন্য। মূল মহাকাশযানে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে ক্যাপসুলটি নভোচারীদের নিয়ে বিচ্ছিন্ন হয়ে ভূপৃষ্ঠে নামবে। এর ফলে নভোচারীদের প্যারাসুট ব্যবহারের প্রয়োজন পড়বে না। রয়টার্স।
Facebook Comments