গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মায়ের ওপর অভিমান করে ফাঁস দিয়ে মিম নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। কোনাবাড়ী মেট্রো থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মিম (১৪) নওগাঁ জেলার পোরসা থানার কোচন্না গ্রামের মো. মাইনুল ইসলামের মেয়ে।
বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়া হয় মিমের। একপর্যায়ে তার মাকে গালি দেয় সে। তখন তার মা শামসুন্নার রেগে গিয়ে একটা থাপ্পড় মারেন। এরপরই অভিমান করে তার রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মা ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে।
পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তার মা শামসুন্নাহার। ভেতরে গিয়েই দেখতে পান তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ধরনার সঙ্গে ঝুলে আছে। তাৎক্ষণিক তার মা ওড়না কেটে নিচে নামিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
জিএমপি কোনাবাড়ী কাশিমপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।