ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শাজাহান হাওলাদারের পুত্র রেমিটেন্স যোদ্ধা মুক্তার হাওলাদার। মাত্র ১ মাস ৯ দিন আগে মালয়েশিয়া যায় মুক্তার। মালয়েশিয়া গিয়ে ভবনের কনস্ট্রাকশনের কাজ নেয় সে।
শুক্রবার বেলা ১০টায় ১১তলা ভবনে বাইরে সাইডে কাজ করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় মাটিতে। সহকর্মীরা তাকে উদ্ধার করে মালয়েশিয়ায় একটি হাসপাতালে ভর্তি করে। ১০ ঘণ্টা পর শুক্রবার রাত ১০টার মুক্তার মৃত্যুবরণ করে। মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি পৌঁছলে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মুক্তার বাবা শাহজাহান হাওলাদার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ৫ ছেলে ১ মেয়ের মধ্যে মুক্তার সবার ছোট। গত দুই বছর আগে পার্শ্ববর্তী এলাকায় মুক্তারকে বিয়ে করাই। তার ৬ মাসের একটা কন্যা সন্তান রয়েছে। এখন তার পরিবারের অবস্থা কি হবে বলে কান্নায় ভেঙ্গে পড়ে।