ফটিকছড়ি উপজেলার ভুজপুরে নাহিদা আক্তার ঋত্বিকা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখিল গ্রামে এ ঘটনা ঘটে।
নাহিদার স্বামী মিজানুর রহমান বাবলু মালয়েশিয়া প্রবাসী। নাহিদার মা জেসমিন আক্তার জানান, দুই বছর আগে প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে নাহিদার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে নাহিদাকে নির্যাতন করত। এ নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশি বৈঠকও হয়। পরে নাহিদার স্বামী তাঁকে ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখিল গ্রামে নিয়ে আসে। সেখানে মিজানের ভগ্নিপতি সামশু তাদের বাসা ভাড়ার ব্যবস্থা করে দেন।
বৃহস্পতিবার সকালে নাহিদার সঙ্গে তাদের ভিডিও কলে কথা হয়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। রাত দেড়টার দিকে নাহিদার স্বামী মিজানের চাচাতো ভাই জুয়েল ফোন করে নাহিদার বাবাকে জানায় নাহিদা অসুস্থ। জুয়েল তাদেরকে ছাগলনাইয়া হাসপাতালে যেতে বলেন। ফোন পেয়ে নাহিদার মা-বাবা ছাগলনাইয়া উপজেলা হাসপাতালে গিয়ে নাহিদার মরদেহ দেখতে পান। নাহিদার থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। দুই পায়ের গোড়ালির মাংস খসে গেছে। এক পা ভাঙা।
ছাগলনাইয়া থানার এসআই মাসুদ জানান, ছাগলনাইয়া উপজেলা হাসপাতালে আনার আগেই নাহিদার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।