মালয়েশিয়া থেকে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ছুটে তে দেশে আসা সহজ সরল প্রবাসীদের কিছু দালাল চক্র প্রলোভন দেখাছে, যে আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে এপ্রুবল মেনেজ করে, আপনাকে মালয়েশিয়া পাঠাতে পারবে, এগুলো তারা ফেসবুক ও what’s up এর মাধ্যমে ছুটিতে আসা প্রবাসীদের প্রলোভন দেখাছে, কারো কাছে দুই লক্ষ কারো কাছে থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বা এর চেয়ে অধিকপরিমাণে টাকা দাবি করছে, আপনাদের সবাইকে বলতে চাচ্ছি এগুলো সব দালাল প্রতারকদের থেকে সবাই সাবধান থাকুন, এই দালালদের মাধ্যমে আপনি মালয়েশিয়া ফিরতে পারবেন না, সবাই সতর্ক থাকুন,
Facebook Comments