মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বালু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উজ্জ্বল চন্দ্র রায় (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়-উজ্জ্বল চন্দ্র রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কুতুবপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকার প্রমোদ চন্দ্র রায়ের ছেলে। সে পড়ালেখার পাশাপাশি ট্রলির ড্রাইভার হিসেবে কাজ করতো।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়-পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর নাগেরহাট এলাকা থেকে ট্রলিতে বালু বোঝাই করে নিয়ে আসছিলেন। ওই বালু বোঝাই ট্রলি নিয়ে যাওয়ার পথে মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন উজ্জ্বল রায়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, পরিবারের কারো কোনও অভিযোগ না থাকায় উজ্জ্বলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments