বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক বাহিনীর তুমুল লড়াইয়ের মাঝেই মিয়ানমারে নতুন আইন প্রয়োগ করল জান্তারা। নতুন সামরিক আইনে ইচ্ছে না থাকলেও প্রাপ্তবয়স্ক দেশটির সব তরুণ-তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে।
শনিবার এই নতুন আইনের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সি সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সি নারীদের অবশ্যই সেনাবাহিনীতে যোগদান করতে হবে। আরও বলা হয়েছে, দুই বছর পর্যন্ত চাকরি বাধ্যতামূলক। অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্যও তিন বছর পর্যন্ত সামরিক সেবা বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিষয়ে আর কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। সর্বশেষ এক বিবৃতিতে জান্তা বলেছে যে তার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উপবিধি, পদ্ধতি, ঘোষণা আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলী প্রকাশ করবে। মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে চলছে সংঘাত।
গত তিন বছরে গৃহযুদ্ধ মারাত্মক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতি ও সমাজব্যবস্থায়। সামরিক বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। একে একে দেশটির অধিকাংশ ঘাঁটি দখল করছে বিদ্রোহী গোষ্ঠী। ১৯৬২ সালে ব্রিটিশ উপনিবেশের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর থেকে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে জান্তা সরকার।
বিবিসি, এএফপি।