মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটায় সরবরাহের দায়ে ১০ লক্ষ টাকা জরিমানা
করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
বুধবার (৩১ জানুয়ারী) বেলা এগারোটা দিকে উপজেলার মীরসরাই থানাধীন গড়িয়াইশ নামক স্থানে রেললাইনের পূর্ব পাশে পাহাড় এবং পাহাড় সংলগ্ন কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়। মোট ০৩(তিন) টি পয়েন্টে স্থানভেদে ১৫-২০ ফুট (আনুমানিক) গভীর পর্যন্ত মাটি কাটা হয়েছে মর্মে দেখা যায়। এসময় উক্ত এলাকায় ০৩(তিন) টি পয়েন্টে মাটি কাটার কাজে ব্যাবহৃত ০৩(তিন) টি এক্সকেভেটর পাওয়া গেলেও চালক কিংবা হেল্পার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনাস্থলের নিকটেই এস বি কে নামক ইটভাটা রয়েছে। এসময় বিগত ০৭(সাত) দিন যাবৎ পাহাড়ের মাটি কেটে নিকটস্থ এস বি কে(SBK) ইটভাটায় সরবরাহ করা হয় মর্মে ইটভাটার মালিক আব্দুল্লাহ আল ফয়সাল আদালতের নিকট স্বীকার করেন এবং আদালতের নিকট তার আপরাধের জন্য ক্ষমাপ্রার্থনা করেন। এসময় অভিযুক্ত আব্দুল্লাহ আল ফয়সাল কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন,২০১০ মোতাবেক ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং নগদে আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
তিনি জানান, পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষা এবং জনস্বার্থে অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি কাটার বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় মীরসরাই থানা পুলিশ সহযোগিতা করে।
Like this:
Like Loading...