সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ছাড়া নোটিশে খাজা মিয়াকেও তার অবস্থান তুলে ধরতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে বলা হয়েছে।
গত ৫ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘চাকরিবিধি লঙ্ঘন করে সচিবের নির্বাচনী প্রচার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বৃহস্পতিবার ওই প্রতিবেদনটি সংযুক্ত করে এ নোটিশ পাঠানো হয়।
অথচ আরও এক বছর তার চাকরির মেয়াদ রয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার অবসর গ্রহণের পর ৩ বছর পার হওয়ার আগে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই।