করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় টিকা নেন।সাথে আরও টিকা নিলেন সচিব তপন কান্তি ঘোষ।
টিকা নেয়ার পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি কখন টিকা পুশ করেছে। কোনো ধরনের খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা পাওয়া এমন কিছুই না। অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছেন। আমার ভ্যাকসিন নেয়ার তারিখ আগে ছিল জ্বরের কারণে আমি প্রথমদিন টিকা নিতে পারিনি। পরে আবার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আজ টিকা নিলাম।’ টিকাদান শেষে উপস্থিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সারাদেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।
Facebook Comments