বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে রাজাকারের ছেলে কক্সবাজারের মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্বজনরা। গত বুধবার রাত ৯টার দিকে পৌরসভার গোরকঘাটা হিন্দুপাড়া রাস্তার মোড়ে ঐ ঘটনা ঘটে।
আমজাদ হোসেন মহেশখালীর গোরকঘাটা বাজার এলাকার মৃত হাজি লাল মিয়ার ছেলে।অভিযুক্ত পৌর মেয়র মকছুদ মিয়া যুদ্ধাপরাধী তালিকার মহেশখালী উপজেলার ২২ নম্বর আসামি হাশেম সিকদার ওরফে বড় মোহাম্মদের ছেলে।
রিকশা নিয়ে গোরকঘাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে হিন্দুপাড়া রাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে তার রিকশার গতিরোধ করে পৌর মেয়র মকছুদ মিয়া। পরে তিনি ও তার ছেলে ইয়াবা মামলার আসামি নিশান, মেয়রের ভাগ্নে মামুন ও স্বজন মহিউদ্দিন এবং শামসুদ্দিনসহ আরো কয়েক জন তাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে চলে যায় তারা।
মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই বলেন, আমজাদ হামলাকারীদের চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। তার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments