বগুড়ার দুপচাঁচিয়াতে মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগে সৎ বাবা আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আমজাদ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণী মা একজন ভিক্ষুক। মেয়েকে নিয়ে দুপচাঁচিয়াতে নিজ বাড়িতেই থাকেন। গত ৩০ জুন ওই তরুণীকে একা পেয়ে সৎ বাবা তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।