রাজধানীর মিরপুরের কালশীতে মোটরবাইকের ধাক্কায় পথচারী দেবাশীষ মধু (৩২) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কালশী লোহার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
দেবাশীষ একটি বেসরকারি প্রতিষ্ঠানের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি ঢাকায় মিরপুরের পলাশনগরে থাকতেন।
নিহতের বোন সুইটি রানী বলেন, ‘প্রতিদিনের মতো সকালে দাদা কাজের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পরই সংবাদ পাই তিনি গুরুতর আহত হয়েছেন।’
মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
Facebook Comments