নাটোরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। মাহাবুব হোসেন নলডাঙ্গা উপজেলার মীর্জাপুর তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে। আট মাস আগে তিনি বিয়ে করেন।
স্থানীয়রা জানান, মাহাবুব হোসেন রেললাইনের ওপর মোবাইল ফোনে কথা বলছিলেন আর এদিক-ওদিক হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাটি স্থানীয়রা স্টেশন মাস্টারসহ পুলিশকে জানায়।
নাটোর রেলওয়ে স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার অশোক চক্রবর্ত্তী বলেন, বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নেবে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।