ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি।বাস্তব জীবনে তারা সফল স্বামী-স্ত্রী। তাদের সংসার আলো করে আসে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা।শ্বশুর-শাশুড়ি হতে যাচ্ছে তারা দুজন। চলতি মাসেই এই দম্পতির একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিচ্ছেন তারা। বিশ্বস্ততার সূত্রে জানা যায়,ওমর সানি-মৌসুমীর হবু বউমা কানাডা প্রবাসী। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেশন সেন্টারে ধুমধাম করে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। ফারদিন একজন পরিচালক। এ বিষয়ে ফারদিনের পড়াশোনা আছে।‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তাছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানি।
Facebook Comments