যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি বাড়ি থেকে পুলিশ ছয় জন বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সময় সোমবার ভোরে ফোনকল পেয়ে ডালাসের একটি বাড়িতে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে তারা। এরা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং একই পরিবারের সদস্য। পুলিশ বলছে, পরিবারটির দুজন সদস্য, যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই, তারা তাদের বাবা, মা, বোন ও নানীকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।
পুলিশের বক্তব্য, এই দুই ভাই বিষণ্ণতায় আক্রান্ত ছিলো বলে ঘটনার আগে লেখা ফেসবুক নোটে উল্লেখ করেছে। দুই ভাইয়ের মধ্যে ছোটো ছেলেটি দীর্ঘ ফেসবুক নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছে।
এদিকে নিহতদের বাড়ী পাবনা পৌর সভার দোহারপাড়ায় খবর পোঁছানোর পর আত্মীয় স্বজন এবং এলাকারবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা এই মৃত্যুকে মেনে নিতে পারছে না।
নিহতদের আত্মীয় স্বজন জানান যুক্তরাষ্ট্র থেকে তাদের মৃত দেহ দ্রুত দেশে ফিরে আনার ব্যবস্থা করার হচ্ছে ।
Facebook Comments