শিরোনাম

যুক্তরাষ্ট্র কেনো চীনের বেলুনটিকে ভূপাতিত করতে পারছেন না

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:৫৭:০১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়াচ্ছে বৃহদাকার চীনা বেলুন। আর এতে মার্কিন প্রশাসনের ঘুম হারাম। যদিও চীনের দাবি, এটা আবহাওয়া পর্যবেক্ষক বেলুন। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটা গোয়েন্দা নজরদারির বেলুন।

তবে বেলুনটি আকাশে উড়তে থাকলেও এটিকে ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র। তাই প্রশ্ন উঠছে চীনা বেলুনকে কেনো অবাধে নিজেদের আকাশে উড়তে দিচ্ছে মার্কিনিরা , কী আছে তাতে, বেলুনটি আসলে কোন প্রক্রিয়ায় তৈরি?

ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ম্যারাথন ইনিশিয়াটিভ থিংক ট্যাঙ্কের বিশেষজ্ঞ ‍উইলিয়াম কিম এই প্রশ্নের জবাবই দিয়েছেন সংবাদ সংস্থা এএফপির কাছে।
কিম বলেছেন, চীনের বেলুনটি দেখতে সাধারণ ওয়েদার বেলুনের মতো মনে হলেও এর মূল চরিত্র আলাদা হতে পারে। এটা দেখতে অনেক বড়। তথ্য সংগ্রহ ও নির্দেশনার কাজে ব্যবহৃত বেলুনটিতে আছে বড় সোলার (সৌর) প্যানেল।

যুক্তরাষ্ট্র কেনো বেলুনটিকে ভূপাতিত করতে পারছেন না। সেই প্রসঙ্গে বিশ্লেষক কিম বলেছেন, এই বেলুনটিকে ভূপাতিত করা এতো সহজ নয়। এই ধরনের বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। এটিকে গুলি করলেই আগুন ধরে যাবে। আবার এটি ছিদ্র করে দিলেও ভূপাতিত হতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে।

আর এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকতে পারে। চারপাশ পর্যবেক্ষণের জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হতে পারে বলেও মনে করছেন কিম।

তবে এই বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই নজদারি করতে চেয়েছিল বেলুনটি। যান্ত্রিক ত্রুটির কারণে এটি মার্কিন আকাশ সীমায় প্রবেশ করতে পারে। কিমের মতে, এই বেলুনগুলো সবসময় ঠিকঠাকভাবে কাজ করতে পারে না।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us