নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বীন ইসলাম দিলীপ (৩০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পদ পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দিলীপ দড়িকান্দির মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ নিয়ে দিলীপ ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহর ছেলে পিয়ালের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকালে পিয়ালের সঙ্গে দিলীপের বাগ্বিতণ্ডা হয়। রাতে দিলীপকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পিয়াল ও তার লোকজন। স্থানীয়রা আহত দিলীপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার সকালে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, নিহতের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।