রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক কুখ্যাত আসামী গ্রেফতার এবং হারাগাছ থানা পুলিশ কর্তৃক ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক জন আসামীকে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়- গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত সোহেল হত্যা এবং প্রকাশ্য দিবালোকে ছিনতাইসহ একাধিক মামলার আসামী ফুয়াদ আহম্মেদ কনক (২৫)কে গ্রেফতার করে ডিবি পুলিশের চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে ইন্সপেক্টর (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই(নিঃ) বাবুল ইসলাম, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলামসহ কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত থানাধীন রংপুর গনেষপুর ক্লাবের মোড় পানির ট্যাংকির সামনে উক্ত আসামী ফুয়াদ আহম্মেদ কনককে গ্রেফতার করেন। কনক নগরীর মুন্সি পাড়া কবরস্থান এলাকার হামিদুজ্জামানের পুত্র।
এদিকে আবার রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন কামারদহ এলাকার আজিজার রহমান এর বসত বাড়ীর সামনে নয়া বাজার টু হাজীর বাজার গামী কাচা রাস্তার উপর থেকে ১৬০ বোতল ফেন্সিডিল (মূল্য অনুমান ১,৬০,০০০/- একলক্ষ ষাট হাজার টাকা) উদ্ধারসহ আসামী মোজাম্মেল হক (৩৬)নামে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোজাম্মেল লালমনিরহাট জেলার আদিতমারী থানার দেওডোবা (বিন্যাগাড়ী) এলাকার মৃত বক্তার আলীর ছেলে।গ্রেফতারকৃত মোজাম্মেল হকের সহযোগি আব্দুর রহিম (৪০) পালিয়ে যায়। সে একই উপজেলার মহিষখোচা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।অজ্ঞাতনামা ০২ (দুই) জন আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
Facebook Comments