রংপুরের তারাগঞ্জে টিকটক ভিডিও করার সময় ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে কালাম হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যমুনেশ্বরী নদীতে বরাতি ব্রিজ এলাকায় কচুরিপানার জমাট বেঁধে যাওয়া স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের ইকরচালি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কালাম হোসেন তার ৩-৪ জন সহপাঠীকে নিয়ে টিকটক ভিডিও করতে ওই ব্রিজে যান। কচুরিপানার জমাট বেঁধে যাওয়া স্থানে টিকটক ভিডিও করতে ব্রিজের ওপর থেকে নিচে কচুরিপানায় লাফ দেন; কিন্তু জমাট বেঁধে যাওয়া কচুরিপানা শক্ত রূপসহ সেখানে বাঁশের গোজ থাকায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন প্রথমে তারাগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কালামের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কচুরিপানা অপসারণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনোরকম দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিশ রাখা হয়েছে।