ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ রাকাব-এ করোনা ভাইরাস (কোভিড-১৯) এ
মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের উত্তরাধিকারগণকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা
হয়েছে।
শনিবার(০৬ নভেম্বর)রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়,
রাজশাহীতে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে ব্যাংকে কর্মরত অবস্থায়
মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের উত্তরাধিকারগণকে ক্ষতিপূরণের অর্থ প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ প্রদান
করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন। এসময় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান।
মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ১০(দশ)
জন মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে মোট ৪ কোটি ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের
অর্থ প্রদান করা হয়।
Facebook Comments