রাজধানীর নয়াপল্টনে বাসে আগুন দেয়ার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মতিঝিল বিভাগ। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের ডিসি মো.আসাদুজ্জামান জানান, সিসিটিভির ফুটেজ দেখে নয়াপল্টনে বাসে আগুন দেয়ার ঘটনায় মাস্টারমাইন্ডসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অন্যদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে না।
Facebook Comments