রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক এনায়েত হোসেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে দেওয়া ৩৫ শব্দের পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর নামসহ ৯টি শব্দের বানান ভুল রয়েছে।
বানান ভুলগুলো মধ্যে, প্রদান মন্ত্রী (প্রধানমন্ত্রী), শেখ হাসীনা (শেখ হাসিনা), নিরাপাদ (নিরাপদ), শুক্রিয়া (শুকরিয়া), জিনি (যিনি), নুতন (নতুন), ক্রুন (করুন) অন্যতম। এছাড়া দু-একটি বাক্য গঠনেও রয়েছে বেশ অসামঞ্জ্যতা।
বানান ভুলের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এনায়েত হোসেন বাংলা বলেন, ‘আমি বাংলা লিখতেই পারি না। নিজে টাইপ করেছি অভ্র দিয়ে। আমি এখনই বানানগুলো ঠিক চেষ্টা করছি।’
একজন সহকর্মীর এ ধরনের বানান ভুলের কারণে বিব্রত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কাছ থেকে এ ধরনের বানান ভুল কোনোভাবে কাম্য নয়। এটি মাতৃভাষার প্রতি চরম অবমাননার ও দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।
Facebook Comments