মাসুদ রানা, রাজারহাট,কুড়িগ্রাম: রাজারহাটে বড়দের অজু করা দেখে অনুকরন করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের আতাউর রহমানের স্ত্রী মরিয়ম বেগমের নিজের সন্তান না থাকায় ভাতিজি হালিমাতুস সাদিয়া (৩) কে লালন-পালন করে আসছিলেন।
মঙ্গলবার মাগরিবের আজানের সময় বাড়ির পিছনে অবস্থিত পুকুরে বড়দের অজুর অনুকরন করতে সবার অজান্তে পুকুরে নামে শিশু সাদিয়া। এসময় সে পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরন করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments