মাসুদ রানা,রাজারহাট(কুুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২০-২১ অর্থবছর এবং ২০২১-২২ অর্থবছরের শুরুতে কভিড টিকাদান কর্মসূচি, বিভিন্ন সভা, কর্মশালা, ভ্রমণসহ বিভিন্ন খাতে ভুয়া ভাউচারে প্রায় অর্ধকোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলকে চাঁদপুরের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, কভিড টিকাদান কার্যক্রমে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন, লজিস্টিকস পরিবহন ব্যয়সহ বিভিন্ন ভাতার ভুয়া বিল তুলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। এসব বিলের বেশির ভাগেই নেই স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব শাখার কর্মকর্তার স্বাক্ষর।
ঘাপলা বিলের মূল প্রস্তুতকারক ইপিআই টেকনিশিয়ান কাজল রঞ্জন বোস। মনগড়া বিল প্রস্তুত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সময়ের হিসাবরক্ষক-কাম-অফিস সহকারী আব্দুর রাজ্জাকের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামানের ঝামেলা সৃষ্টি হলে তাঁকে বদলি করা হয়। বর্তমানে হিসাবরক্ষক কাম-অফিস সহকারী আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম হাসপাতালে কর্মরত।
রাজ্জাক বলেন, ‘করোনা ভ্যাকসিন কার্যক্রমে মনগড়া ও অসংগতিপূর্ণ বিল তৈরি করতে বলেন আসাদুজ্জামান স্যার। আমি করিনি। সেখানকার ইপিআই টেকনিশিয়ান কাজল রঞ্জন বোসকে দিয়ে বিলগুলো তৈরি করিয়েছেন।
Facebook Comments