শিরোনাম

রাজারহাট হাসপাতালে অর্ধকোটি টাকার ভুয়া বিল-ভাউচার

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২ ৭:১০:৪৮ অপরাহ্ণ
রাজারহাট হাসপাতালে অর্ধকোটি টাকার ভুয়া বিল-ভাউচার
রাজারহাট হাসপাতালে অর্ধকোটি টাকার ভুয়া বিল-ভাউচার

মাসুদ রানা,রাজারহাট(কুুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০২০-২১ অর্থবছর এবং ২০২১-২২ অর্থবছরের শুরুতে কভিড টিকাদান কর্মসূচি, বিভিন্ন সভা, কর্মশালা, ভ্রমণসহ বিভিন্ন খাতে ভুয়া ভাউচারে প্রায় অর্ধকোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েলকে চাঁদপুরের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, কভিড টিকাদান কার্যক্রমে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন, লজিস্টিকস পরিবহন ব্যয়সহ বিভিন্ন ভাতার ভুয়া বিল তুলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল। এসব বিলের বেশির ভাগেই নেই স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব শাখার কর্মকর্তার স্বাক্ষর।
ঘাপলা বিলের মূল প্রস্তুতকারক ইপিআই টেকনিশিয়ান কাজল রঞ্জন বোস। মনগড়া বিল প্রস্তুত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সময়ের হিসাবরক্ষক-কাম-অফিস সহকারী আব্দুর রাজ্জাকের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামানের ঝামেলা সৃষ্টি হলে তাঁকে বদলি করা হয়। বর্তমানে হিসাবরক্ষক কাম-অফিস সহকারী আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম হাসপাতালে কর্মরত।

রাজ্জাক বলেন, ‘করোনা ভ্যাকসিন কার্যক্রমে মনগড়া ও অসংগতিপূর্ণ বিল তৈরি করতে বলেন আসাদুজ্জামান স্যার। আমি করিনি। সেখানকার ইপিআই টেকনিশিয়ান কাজল রঞ্জন বোসকে দিয়ে বিলগুলো তৈরি করিয়েছেন।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us