হামিদুল হক,রামু(কক্সবাজার)
সারাদেশে একদিনে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদানের অংশ হিসাবে প্রথম ধাপে রামু
উপজেলার ২৭ গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে বাড়ি, রেজিষ্ট্রাড কবুলিয়ত দলিল ও খতিয়ান হস্তান্তর
করা হয়েছে। শনিবার ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও
কনফারেন্সে যুক্ত থাকাবস্থায় রামু উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুম থেকে কক্সবাজার জেলা
প্রশাসনের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা: শাজাহান আলি
রামু উপজেলার গৃহহীনদের মাঝে বাড়ি ও জমির অন্যান্য ডকুমেন্টস হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও রামু’র
সাবেক ইউএনও মোহা: শাজাহান আলি রামু’তে বাড়ি ও জমির অন্যান্য ডকুমেন্টস হস্তান্তরের পূর্বে রামু’র
ইউএনও প্রণয় চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে রামু উপজেলা পরিষদের
চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার কামাল, রামু উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যানদ্বয় আফসানা জেসমিন পপি, সালাহউদ্দিন, ওসি আমিরুজ্জামান, কক্সবাজার জেলা
পরিষদের সদস্য নুরুল হক, পিআইও ফরহাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, রামু
প্রেসক্লাবের সভাপতি খালেদ হোসেন, সাংবাদিক নীতিশ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দীন প্রিন্স, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ
ভূট্টো, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments