স্টাফ রিপোর্টার কক্সবাজার।।
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় মোকতার আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানিয়েছেন, স্থানীয় একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে মোকতার আহমদের কাছে চাঁদা দাবী করে আসছিলো, চাঁদা না দেয়ায় বাড়ি যাওয়ার পথে মোকতার আহমদের উপর বুধবার রাতে সন্ত্রাসীরা হামলা চালালে একপর্যায়ে মোকতার আহমেদ জ্ঞান হারায় এসময় বাবাকে বাঁচাতে গেলে মোকতার আহমদের ছেলে মনির উদ্দিন সন্ত্রাসীদের হামলায় আহত হয়।
এসময় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধারপূর্বক মোকতার আহমেদ ও তার সন্তান মনির উদ্দিন কে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোকতার আহমেদ কে মৃত ঘোষণা করেন।