কুড়িগ্রাম আদালত চত্বরে (১৫ নভেম্বর ২০২৩) বুধবার দুপুরে রাহুল হত্যার প্রতিবাদে খুনি বিজয় বাসফোরের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন নিহতের স্বজনরা।
নিহত রাহুল গাইবান্ধার সদর উপজেলার পিকে বিস্বাশ রোড পুরাতন কাঁচারী বাজারের প্রদিপ বাসফোরের ছেলে।
নিহতের পিতা মানববন্ধনে বলেন আমার ছেলেকে দিবালোকে প্রকাশে খুন করে আসামিরা মাননীয় আদালত থেকে জামিন নিয়ে বাহিরে ঘুরে বেড়ায় আর আমি ন্যায় বিচারের জন্য দারে দারে ঘুরছি।
এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, রাহুল বাসফোর তাঁর খালাতো ভাই রনি বাসফোরের বিয়ের বরযাত্রী হিসাবে বিগত (৬ মার্চ ২০২২)সে কুড়িগ্রাম পুরাতন স্টেশন পাড়ায় কনেপক্ষ সুমন বাসফোরের বাড়ীতে আসে, বিয়ের আন্দ উল্লাসের একপর্যায়ে দিন গত রাতে অর্থাৎ (৭ মার্চ ২০২২) রাত অনুমান ০১.০০ মিনিট সময়ে কনেপক্ষের বিজয় বাসফোর,মেওয়ালাল বাসফোর,আনজু বাসফোর, শিউলি রানী বাসফোর, জগদীশ বাসফোর গনের সাথে রাহুল ও তাঁর বন্ধুদের কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট হয় তাঁতক্ষনিক ভাবে বিষয়টি দুই পক্ষের মুরুব্বিদের মাধ্যমে মিটিয়ে যায়। পরের দিন ৭ মার্চ সকাল অনুমান ০৭.৩০ মিনিট সময়ে রাতের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় ঐ সময় মুরুব্বিরা রাহুল ও তাঁর বন্ধুদের বাঁধা নিষেধ করলে রাহুল ও তাঁর বন্ধুরা রেলস্টেশন মোড়ে চলে আসে এবং রাহুলসহ তাঁর বন্ধুরা স্টেশনের প্ল্যাটফর্মে দারিয়ে ছিল এমন সময় বিজয় বাসফোর রাহুলের কাছে আসে কেও কিছু বুঝে ওঠার আগেই বিজয় তাঁর হাতে থাকা ধারালো চাকু রাহুলের বুকের নিচে বামপার্শে ঢুকিয়ে দেয় সাথে সাথে রাহুল চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায় তখন রাহুলের বন্ধু, মাহির, সাকিল,অন্তর,অমিত, শান্ত গন রাহুলকে আগাইতে গেলে এই সুযোগে বিজয় পালিয়ে যায়। তখন রাহুলের বন্ধুরা রাহুলকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে উক্ত তারিখ নিহত রাহুলের পিতা প্রদিপ বাসফোর বাদী হয়ে বিজয়সহ ৫ জনের নাম উল্লেখ করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং ১৩। ধারা ১৪৩,৩২৩,৩০৭,৩০২,পেনাল কোড। জি আর ১০২/২২ (কুড়িগ্রাম)।
বর্তমানে মামলাটি কুড়িগ্রাম মাননীয় দায়রা জজ আদালতে বিচারাধীন আছে, দায়রা নং ৫২০/২২।
আসামিরা হলেন, কুড়িগ্রাম সদর থানার পুরাতন স্টেশন পাড়ার, জগদীশ বাসফোরের পুত্র ১।বিজয় বাসফোর (২৮), মৃত বাজারী বাসফোরের পুত্র ২। মেওয়ালাল বাসফোর (৪০), মেওয়ালাল বাসফোরের স্ত্রী ৩।আনজু বাসফোর (৩৫), বিজয় বাসফোরের স্ত্রী ৪। শিউলি রানী বাসফোর (২৫), জগদীশ বাসফোর (৪৫)।