কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
আটককৃতরা হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরালীপাড়া এলাকার রেদোয়ান হোসেন প্রকাশ টুইল্লার ছেলে রবিউল হাসান প্রকাশ রুবিয়া (২৩) ও মৌলভীপাড়া এলাকার বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২০)।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দুইজন সন্ত্রাসী সশস্ত্র অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এসময় রবিউল হাসানের দেহ তল্লাশী করে দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান ও দেলোয়ার হোসেন এর নিকট হতে একটি রামদা উদ্ধার করে। অবৈধ ভাবে অস্ত্র রাখার দায়ে তাদের আটক করা হয়। তারা উভয়েই স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য।
বুধবার দিনগত রাত ১১টায় লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৪ থেকে তাদেরকে আটক করা হয়।
১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর এসব তথ্য নিশ্চিত করেন।
Facebook Comments