র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৫ ডিসেম্বর বিকালে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রুপনারায়ণপুর নিকেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার ধামইরহাট থানার রুপনারায়ণপুর গ্রামের নবিবর রহমান শাহ্ এর ছেলে মর্তুজা রহমান(২০), ও জগদল গ্রামের নবিবর রহমানের ছেলে নাহিদ হাসান(১৮)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান,
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এবং তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Facebook Comments