লকডাউনের ঘোষণায় শাহজাদপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতি, বিপাকে মধ্যবিত্তরা
মির্জা হুমায়ুন,(জেলা)সিরাজগঞ্জ সংবাদদাতাঃ কোভিড -১৯ দ্বিতীয় ধাপে দেশব্যাপী আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বৃদ্ধির ফলে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী লকডাউনের ঘোষণার পরপরই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাইকারি ও খুচরা বাজার গুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতি ও আকাশ চুম্বি। এতে করে বিপদে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
শাহজাদপুর উপজেলা সদরের দারিয়াপুর বাজারে চাউল-ডাউল, তৈল,সবজি, মাছ, গরুর মাংস, মুরগি এমনকি শিশুখাদ্য তরল দুধের দামও বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
শনিবার দুপুরে কাঁচাবাজার ঢুকলেই দেখা যায় বাজারের দাম ঊর্ধ্বমুখী, ক্রেতাদের অভিযোগ একটি সিন্ডিকেট করোনার জন্য লকডাউন হওয়ার কারণে হঠাৎ করে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী নিচ্ছে এক্ষেত্রে ক্রেতাসাধারণের দাবি বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রেতা দোকানদারদের সাথে কথা বলে জানতে পারা যায়, লকডাউন ঘোষণার পরেই শনিবার ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণেই মূলত প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে।
Facebook Comments