ঢাকায় বিএনপির সমাবেশে না যাওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল করিম (২২) নামের এক যুবককে লাঠি ও রড দিয়ে পিটিয়ে অভিযোগ উঠেছে একই এলাকার মো. মানিক নামে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে।
আহত আবদুল করিম ঝাউডুগি গ্রামের মেস্তরি বাড়ির হারুন মেস্তরির ছেলে।
করিমের মা কহিনুর বেগম ও দাদা সাহাবুদ্দিন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে আবদুল করিম না যাওয়া ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপি কর্মী ও সুপারি ব্যবসায়ী মো. মানিক। এতে কথা না শুনায় অপমান বোধ করেন মানিক। তাই প্রতিশোধ নিতে শুক্রবার সকালে চায়ের দোকানে নাস্তা করে বাড়ি ফেরার পথে করিমকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মানিক।
এ সময় করিম চিৎকার দিলে তার নানি মেহেরেন্নেছা এগিয়ে গেলে হামলাকারী মানিক পালিয়ে যান। পরে আহত করিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করান।
রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, ঘটনাটি তিনি জানেন না। হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে। ক্ষতিগ্রস্ত যুবকের পরিবার অভিযোগ দিলে হামলাকারীকে আটক করা হবে।