ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত খুশিসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।
নিহতরা হলেন- নেকজানপুর এলাকার পটু মিয়ার ছেলে মো. আমির হোসেন (৫০), আবদুল জলিলের ছেলে আশরাফুল ইসলাম (২২) ও আবদুল মনু মিয়া মেয়ে খুশি বেগম (৫৫)।
পূর্ব লন্ডনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মো. আকিল মেহেদী (২৪) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবক। তিনি কুরআনের হাফেজ।
নিহত আকিল মেহেদী উপজেলার ঢাকাদক্ষিণের কানিশাইল গ্রামের প্রবাসী জিয়াউর রহমানের পুত্র। শনিবার তিনি হত্যাকাণ্ডের শিকার হলেও তার পরিবার লাশ শনাক্ত করে রোববার।
মো. আকিল মেহেদী মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেন। গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ নামাজ পড়ান। তার মা একজন কুরআন শিক্ষিকা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। রোববার লাশটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ জানান, মেহেদীর মতো একজন তরুণ কুরআনে হাফেজের লাশ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।
Facebook Comments