শিরোনাম

লাখ টাকা মেরে দিল সোনালী ব্যাংক কর্মচারীরা, দিশেহারা গৃহবধূর অভিযোগ

সংবাদটি প্রকাশিত হয়েছে : সোমবার, জুলাই ৮, ২০১৯ ৪:৩৩:২১ পূর্বাহ্ণ
সংবাদ সম্মেলনে গৃহবধূ রোকেয়া বেগম। ছবি: ইত্তেফাক

তিল তিল করে ব্যাংকে জমানো লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন গৃহবধূ রোকেয়া বেগম। টাকা ফেরত পাবেন এই আশ্বাসে তিনি থানা থেকে অভিযোগ তুলে নেন। তারপরও টাকা না দেওয়ায় তিনি আদালতে মামলা করেছেন।

রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সাতক্ষীরার মিলবাজার এলাকার মাছুমবিল্লাহর স্ত্রী রোকেয়া বেগম। তিনি বলেন, সাতক্ষীরার সোনালী ব্যাংক প্রধান শাখায় স্বামীর উপার্জনের দুই লাখ টাকা নিজ হিসাবে পর্যায়ক্রমে জমা করেন।

রোকেয়া বেগম বলেন, গত ২৩ জুন তিনি পারিবারিক প্রয়োজনে ব্যাংক থেকে ৯৯ হাজার টাকা তুলতে একটি চেক জমা দেন। এ সময় তার হাতে একটি টোকেন দেন কর্মচারীরা।

রোকেয়া জানান, তিনি অনেক সময় টোকেনটি নিয়ে টাকার জন্য অপেক্ষায় থাকেন। একপর্যায়ে টোকেনটি ক্যাশিয়ারের কাছে নিয়ে গেলে ক্যাশিয়ার মিজানুর রহমান বলেন, ‘টাকা তো আপনার ছেলে নিয়ে গেছে’।

জবাবে রোকেয়া বলেন, ‘আমার ছেলে তো আসেইনি। তাছাড়া টোকেন তো আমার হাতে। তাহলে ছেলে কিভাবে টাকা নিয়ে গেল’।

ক্যাশিয়ার কোনো জবাব দিলেন না। রোকেয়া বলেন, আমার জমানো টাকা কেউ নিয়ে গেছে এ কথা ভাবতেই আমি মাথা ঘুরে পড়ে যাই। চেকে সই আমার। টোকেনও আমার কাছে। একজন পুরুষ লোক কিভাবে টাকা নিয়ে যেতে পারে। অভিযোগ করে তিনি বলেন, ব্যাংকের ক্যাশিয়ার মিজানুর রহমান ও মধ্য কাটিয়ার ইয়াছিন ডাক্তারের ছেলে ব্যাংক কর্মচারী কামরুল ইসলাম কামুর যোগসাজশে এই টাকা আত্মসাত করা হয়েছে। তিনি এর প্রতিকার দাবি করেন।

তিনি বলেন, আমি ব্যাংক ম্যানেজারের কাছে গিয়েছি। তিনি বলেন তদন্ত করে দেখছি। এরপর তিনি কি করেছেন তা আর জানতে পারিনি। রোকেয়া বলেন, আইনগত প্রতিকার পেতে তিনি সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরদিন ২৪ জুন সন্ধ্যায় শহরের গণমুখী ক্লাবে উপস্থিত হয়ে কামরুল ইসলাম কামু সবার সামনে বলেন, ‘যা হওয়ার হয়েছে। আপনি থানা থেকে অভিযোগ তুলে নিন। আমি আগামীকাল আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তবে কিছু টাকা কম নিতে হবে’। অনেকটা পীড়াপীড়ি করায় আমরা তার প্রস্তাবে রাজী হয়ে থানায় দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেই।

রোকেয়া অভিযোগ করে বলেন, কামরুল ইসলাম কামু পরদিন বলেন, ‘আমরা কোনো টাকা দিতে পারবো না। পারলে আদায় করে নিও’।

রোকেয়া বেগম বলেন, সোনালী ব্যাংকে এখনও সেই দুই অসৎ কর্মচারী বহাল তবিয়তে রয়েছে। কিভাবে তাদের চাকরি থাকে এই প্রশ্ন রেখে তিনি বলেন, আমি নিরুপায় হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। সাতক্ষীরার ১ নম্বর আমলি আদালতে মামলা করেছি।

তিনি বলেন আমার সঞ্চিত টাকা ফেরত চাই। এ বিষয়ে তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন রোকেয়ার স্বামী মো. মাছুমবিল্লাহ।

ইত্তেফাক/জেডএইচ

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us