মুন্সি হাবিবুল্লাহ: মাগুরার শালিখা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় শালিখা প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলার ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শালিখা প্রেসক্লাবের সহসভাপতি শহিদুজ্জামান চাঁদ,সাধারণ সম্পাদক মোঃ তুহিন ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনার সম্পাদক মুন্সী হাবিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক মুন্সী হাসানুজ্জামান তুষার,কোষাধ্যাক্ষ মোঃ বাবুল মোস্তফা,প্রেসক্লাবের নির্বাহী সদস্য কুতুবুল আলম সানু প্রমুখ।চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা কমিটি গঠন করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের করা হবে। ইউনিয়নের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও ফ্রি ওয়াইÑফাই স্থাপন করা সহ যোগ্য ব্যক্তিদের সরকারি ভাতা ও সুভিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মেম্বারদের কার্যালয় স্থাপন করে নাগরিক সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়া ও সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন জোরদার করা।পরিষদের সকল কার্যক্রম স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গঠনে দলীয় মনোনয়ন ও সকল শ্রেণি পেশার জনগনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
Facebook Comments