চট্টগ্রামে শাশুড়িকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। রোববার রাতে বন্দর থানার কলসি দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
শাশুড়িকে হত্যার ঘটনায় সোমবার সকালে জামাই মো. আজিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।আজিম কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার কলেজপাড়ার মৃত আলী জোহরের ছেলে।
দুই মাস আগে মেয়ের জামাই আজিমের বাসায় উঠেন তার শাশুড়ি রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগম। মঞ্জুরা বেগমের এক ছেলে দুই মেয়ে রয়েছে। মেয়ে পারভীন আক্তার ইপিজেডে একটি গার্মেন্টেসে চাকরি করেন। ছেলে আর্থিকভাবে অসচ্ছ্ল হওয়ায় মেয়ে পারভীন আক্তার তাকে চট্টগ্রামের বাসায় এনে রাখেন। এ নিয়ে তার স্বামী আজিমের সঙ্গে বিভিন্ন সময় ঝগড়াঝাটি হতো। আজিম তার শাশুড়ি বাসায় থাকা নিয়ে মাঝে মধ্যেই স্ত্রী ও শাশুড়িকে মারধরও করতেন। রোববার পারভীন আক্তার গার্মেন্টেসে চলে গেলে আজিম তার শাশুড়িকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে লাশ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়া এলাকা থেকে ঘাতক আজিমকে গ্রেফতার করা হয়েছে। আজিম খুনের বিষয়টি অকপটে স্বীকার করেছেন।