শাহজাদপুরে ইটবাহী ট্রাকে পিষ্ট হয়ে ট্যাংকলরি শ্রমিক নিহত
মির্জা হুমায়ুন, জেলা (সিরাজগঞ্জ)প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি কবরস্থানের পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শুক্রবার সকালে ইটবাহী বডবডি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৮) নামের এক ট্যাংকলরি শ্রমিক নিহত হয়েছে। তিনি ওই ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এ বিষয়ে এলাকাবাসি জানান,এদিন সকালে ট্যাংকলরি শ্রমিক সাদ্দাম হোসেন বাঘাবাড়ি ঘাট থেকে কাঁচা বাজার করে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে এসে সড়ক পাড় হওয়ার সময় পিছ থেকে ছুটে আসা ইটবাহী বডবডি ট্রাকটি তাকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ঘাতক ট্রাকটিকে বিক্ষুব্ধ এলাকাবাসি আটক করে। অপরদিকে চালক পালিয়ে যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূর নবী বলেন,নিহতর পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় শুধু একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
Facebook Comments