মির্জা হুমায়ুন,জেলা(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এ শ্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান প্রকল্প -২ কার্যক্রমের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে সাংবাদিকদের সাথে কনফারেন্স অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী ও সাংবাদিক বিমল কুনডু, শফিকুজ্জামান, আতাউর রহমান পিনটু, ওমর ফারুক, আল আমিন, সাগর বসাক, আঃ কদ্দুস, ফরিদ চঞ্চল, মামুন রানা, জহুরুল ইসলাম, লাভলু, জেলহক, জাকারিয়া মাহমুদ, আমিনুল ইসলাম, নয়ন,জাহিদ হাসান, পলাশ,ও মির্জা হুমায়ুন প্রমুখ।
এ কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই প্রকল্পের আওতায় উপজেলায় ১৫০টি ঘর বরাদ্দ হয়েছে। প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ হয়েছে। উপজেলায় মোট ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। উপজেলার বাঘাবাড়ি, গালা,নরিনা ও কৈজুরীতে এ প্রকল্পের ঘরগুলো নির্মান করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি সকালে উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫০ টি ঘর শুভ উদ্বোধন করা হবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এ প্রকল্প ভুমিহিন ও গৃহহীনদের মাঝে বাস্তবায়ন করা হচ্ছে।
Facebook Comments